বাউফলে করোনা রোগী স্থানান্তর এর দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০

বাউফলে করোনা রোগী স্থানান্তর এর দাবিতে বিক্ষোভ
এনামুল হক বাউফল পটুয়াখালী প্রতিনিধি :- পটুয়াখালীর বাউফলে করোনায় আক্রান্তদের কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের প্রাতিষ্ঠানিক আইসোলেশন থেকে স্থানান্তর করে হসপিটাল এ নেয়ার জন্য সড়ক অবরোধ করে এলাকাবাসী বিক্ষোভ করে । এ সময় তারা গাছ, টিন, লোহার রড, ফেলে কালাইয়া -ভোলা সড়ক অবরোধ করে রাখে, তাদের মাধ্যমে এলাকায় আরো আক্রন্ত হতে পারে বলে, তাদের এ বিক্ষোব কর্মসূচি বলে জানিয়েছে আন্দলন কারীরা, এ রিপোর্ট লেখা পর্যন্ত কালাইয়া স্থানীয় চেয়ারম্যান মনির হোসেন মোল্লার অনুরোধ সত্বেও তারা তাদের দাবিতে অনর রয়েছেন, উল্লেখ গত কাল শুক্রবার, বাউফলের কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া একই গ্রামের ৫ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪ জন নারী রয়েছে ও একজন পুরুষ রয়েছে। তাদের মধ্যে এক নারীর বয়স ১৪। পুরুষের বয়স ২২ ও অন্যদের বয়স ৪০ থেকে ৮০ বছরের মধ্যে । তারা কয়েক দিন আগে এ্যাম্বুলেন্স যোগে নারায়নগঞ্জ থেকে বাউফলে গ্রামের বাড়ি আসেন। তাদেরকে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়ে ছিল। পরে তাদের নমুনা ঢাকা পাঠানো হয়। শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest