দুমকী উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধি ভঙ্গের অভিযোগে কাওসারকে শোকজ

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, মে ১২, ২০২৪

দুমকী উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধি ভঙ্গের অভিযোগে  কাওসারকে শোকজ

বিশেষ প্রতিনিধিঃ আচরণবিধি লংঘনের অভিযোগে পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওসার আমিন হাওলাদারকে শোকজ করেছেন নির্বাচন কমিশন।

জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার শনিবার শোকজের কথা নিশ্চিত করে জানান ৭ তারিখ কাওসার আমিনকে লোকজ করা হয়েছে।

দীর্ঘদিন মাল্টা থাকায় মাল্টা কাওসার নামে পরিচিত এই প্রার্থী এবারে দুমকী উপজেলা নির্বাচনে পেশি শক্তি ও অর্থ খরচ করে আলোচনা -সমালোচনার জন্ম দিয়েছেন।

এর আগে দুমকী থেকে চরগরবদী ফেরীঘাট পর্যন্ত মাল্টা কাওসারের অবৈধ নির্বাচনী ক্যাম্প ভেংগে দেয় উপজেলা প্রশাসন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest