দুমকিতে কাওসারের অবৈধ নির্বাচনী ক্যাম্প অপসারন করলেন ইউএনও

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, মে ১০, ২০২৪

দুমকিতে  কাওসারের অবৈধ নির্বাচনী ক্যাম্প অপসারন করলেন ইউএনও

বিশেষ প্রতিনিধি:- দুমকি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাওসার আমিন হাওলাদার কর্তৃক বিভিন্ন স্থানে স্থাপিত অবৈধ নির্বাচনী ক্যাম্প অপসারণ করেছেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শাহিন মাহমুদ।

গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী ফেরিঘাট ও দুমকি হলপট্রি স্বপ্ন শপিং সেন্টার এর পাশে স্থাপিত ওই প্রার্থীর একাধিক নির্বাচনী ক্যম্প অপসারণ করা হয়।

এ ছাড়াও উপজেলার বিভিন্ন এস্থানে অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণ করা হয়েছ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার শাহিন মাহমুদ জানান, নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী আসন্ন ১৩ তারিখের পরে অর্থাৎ প্রতীক বরাদ্দের পরে অনুমতি সাপেক্ষে প্রার্থীরা নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারবেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest