যশোরে আরও ১৪ করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

যশোরে আরও ১৪ করোনা রোগী শনাক্ত

এসএম স্বপন(যশোর)প্রতিনিধিঃ যশোর জেলায় ক্রমেই বেড়ে চলেছে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা। রবিবার (২৬ এপ্রিল) একদিনেই ১৪ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানান যশোর জেলা সিভিল সার্জন শেখ আবু শাহিন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়টির ল্যাবে রবিবার মোট ২৭ জনের কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। এর মধ্যে যশোরের ৪২টি নমুনার মধ্যে ১৪টি, ঝিনাইদহের ১৫টি নমুনার মধ্যে ৮টি, নড়াইলের ৪টি নমুনার মধ্যে ৩টি, মাগুরার ৫টি নমুনার মধ্যে ২টিসহ মোট ৬৬টি নমুনা পরীক্ষা করে ২৭টি নমুনায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। শনিবার পর্যন্ত যশোরে করোনা রোগী ছিল ১৫ জন, নতুন করে ১৪ জন আক্রান্ত হওয়ায় এখন তা বেড়ে দাঁড়াল ২৯ জনে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest