কিশোরগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৯

কিশোরগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত
খাদেমুল মোরসালিন শাকীর,নীলফামারী) প্রতিনিধি ॥ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন করা হয়।
‘বহুভাষায় স্বাক্ষরতা-উন্নত জীবনের নিশ্চয়তা’ এ প্রতিপাদ্যে রবিবার সকালে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা শিক্ষা অফিসার শরিফা আক্তারের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ,উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোতাহার হোসেন,নূরুজ্জামান বকুল প্রমূখ। অপর দিকে ‘বহুভাষায় স্বাক্ষরতা-উন্নত জীবনের নিশ্চয়তা ও ছেলে মেয়ে বিভেদ নাই-সবার জন্য শিক্ষা চাই এ শ্লোগানে শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় একটি শিক্ষা র‌্যালী বের করে। এ সময় স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলীর নেতৃত্বে র‌্যালীটি পুরাতন টেপারহাট এলাকার সকল সড়ক প্রদক্ষিণ করে স্কুলে এক আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোতমাইন্না বেগম মুন্নি,তানজিনা আক্তার,মঞ্জুরুল হক এনাম ও গোলাম রব্বানী প্রমূখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest