ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯
এসএম স্বপন,বেনাপোলঃ বন্দর নগরী বেনাপোলে লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন ক্লিনিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বেনাপোল বন্দর এলাকার রজনী ক্লিনিককে ৫০ হাজার টাকা, স্টার মেডিকেলকে ২০ হাজার টাকা ও সুরক্ষা ডায়াগনিস্ট সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
খোরশেদ আলম চৌধুরী জানান, বেনাপোল স্থলবন্দর এলাকায় অনুমতি না নিয়ে লাইসেন্স বিহীন অস্বাস্থ্যকর পরিবেশে একাধিক ক্লিনিক ব্যবসা পরিচালনা করছে। এমন অভিযোগের ভিত্তিতে তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে দেখা যায় তাদের ব্যবসা পরিচালনার কোন অনুমতিপত্র নেই। এছাড়া সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় চিকিৎসা ও মেয়াদ উত্তীর্ণ রক্ত সংরক্ষণ করা আছে। পরে শাস্তি হিসাবে তিনটি ক্লিনিককে ৯০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST