মার্কিন চিকিৎসকের আত্মহত্যা করোনাজনিত ট্রমা নিয়ে

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

মার্কিন চিকিৎসকের আত্মহত্যা করোনাজনিত ট্রমা নিয়ে

আলোকিত সময় আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা এক চিকিৎসক আত্মহত্যা করেছেন। লরনা ব্রিন নামের ওই চিকিৎসকের মা-বাবা জানিয়েছেন, কোভিড-১৯ পরিস্থিতির ভয়াবহতা নিয়ে ট্রমায় ভুগছিলেন তাদের মেয়ে।
রবিবার নিজের শরীর ক্ষত-বিক্ষত করে আত্মহত্যা করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ম্যানহাটনে অবস্থিত নিউ ইয়র্ক-প্রেসবিটেরিয়ান অ্যালেন হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োজিত ছিলেন ৪৯ বছর বয়সী লরনা ব্রিন। ম্যানহাটনের ওই ২০০ শয্যার হাসপাতালে বহু রোগী মারা যান। পরিবারের দাবি, করোনাজনিত পরিস্থিতির ভয়াবহতা নিয়ে হতাশায় ছিলেন লরনা।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest