বাগেরহাটে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে আমাদের ফকিরহাট সংগঠন

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

বাগেরহাটে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে আমাদের ফকিরহাট সংগঠন
মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি : করোনার প্রাদুর্ভাবে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছে বাগেরহাটের সেচ্ছাসেবী সংগঠন “আমাদের ফকিরহাট”। অনুদান তেমন না থাকলেও সংগঠনের দুই সেচ্ছাসেবীর নিজস্ব অর্থায়নেই এগিয়ে চলছে মানবতার কাজ। মাত্র ৬ সদস্য বিশিষ্ট সংঠনের এমন কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। স্বল্প অনুদানে করোনা প্রাদুর্ভাবের প্রথম পর্যায়ে ১৫০ এর অধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। পবিত্র রমজান মাসে চালু করেছে ইফতার বিতরণ কার্যক্রম, যেখানে তেমন কোন অনুদান না থাকা সত্তেও সংগঠনের দুই সদস্যের নিজস্ব অর্থায়নে রোজাদার পথচারীদের মাঝে বিতরণ করা হচ্ছে ইফতার। আমাদের ফকিরহাট ও নওয়াপাড়া ইয়ুথ সোসাইটির প্রতিষ্ঠাতা মোঃ হাবিবুর রহমান বলেন, আমাদের সংগঠনের যাত্রা শুরু মাত্র কয়েকদিন হল, যার কারণে সহযোগিতা কম পাচ্ছি। তবে সহযোগিতা পাই বা না পাই আমাদের কার্যক্রম আমাদের সাধ্যমত চালিয়ে যাচ্ছি। আমাদের ফকিরহাট ও নওয়াপাড়া ইয়ুথ সোসাইটির সাধারণ সম্পাদক আহমেদ মুক্তার বলেন, আমাদের ইচ্ছা ছিল মানুষের পাশে দাঁড়ানো। সহযোগিতা পাবো কিনা সেটা ভাবিনি। ইনশাআল্লাহ নিজেদের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাবো। আমাদের ফকিরহাট ও নওয়াপাড়া ইয়ুথ সোসাইটি একটি মানবিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে সকল প্রকার মানবিক সহায়তা প্রদান করার ইচ্ছা পোষণ করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা। আমাদের ফকিরহাটের অন্তর্ভুক্ত হয়েছে নওয়াপাড়া ইয়ুথ সোসাইটি। কয়েকটি সংগঠনকে এক বিন্দুতে রেখে মানবতার সেবায় কাজ করে যেতে চাই আমাদের ফকিরহাট নামের এই সংগঠনটি।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest