কৃষকের পাকা ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবকরা

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

কৃষকের পাকা ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবকরা
রিফাত আহমেদ রাসেল, নেত্রকোনা প্রতিনিধিঃ এপ্রিল মাসের শুরুর দিক থেকেই জমি থেকে বোরো মৌসুমের পাকা ধান সংগ্রহ করে থাকে কৃষকরা । এবছর বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় ধানের আবাদ হয়েছে গত কয়েক বছরের থেকে দ্বিগুণ । তবে করোনা প্রভাবে সারাদেশ থেকেই শ্রমিক আসা প্রায় বন্ধ । তাই ফলন ভালো হলেও ফসল ঘরে তোলা নিয়ে চিন্তার যেনো শেষ নেই স্থানীয় কৃষকদের । অনেক জমির ধান কাটা সময় পেরিয়ে গেলেও শ্রমিক সংকটে জমির সোনালী ধান এখনো দুলছে বাতাসের সাথে । তার উপর দিন যত যাচ্ছে বাড়ছে পাহাড়ি ঢল ও ঝড়-বৃষ্টির আশঙ্কাও । কৃষকদের চলমান এই সংকটের কথা চিন্তা করে নেত্রকোনার দুর্গাপুরে মাঠে নেমেছে স্বেচ্ছাসেবকরা । জমি পাকা ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিচ্ছেন তারা । আওয়ামীলীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য রোটারিয়ান আতাউর রহমান খান আখিরের সহায়তায় বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্ডিগড়ের হরিপুর গ্রামে স্থানীয় কৃষক সোবাহান মিয়ার প্রায় ৮ কাঠা জমির পাকা ধান কেটে দেন আতাউর রহমান খান আখির ফ্যান ক্লাবের স্বেচ্ছাসেবকরা । এই সময় সাবেক ছাত্রলীগ সভাপতি শহীদ নাজমূল আহসান হল বাকৃবি ময়মনসিংহ হুমায়ন কবির আকন্দের নেতৃত্বে স্থানীয় প্রায় ২০ জন স্বেচ্ছাসেবকের একটি দল এই দান কাটায় অংশ নেয়। এর আগে গত ২৬ এপ্রিল উপজেলার বাকলজোড়া ইউনিয়নের বালিচান্দা গ্রামের স্থানীয় কৃষক আবদুল মতিনের প্রায় ১০ কাঠা জমির পাকা ধান কেটে দিয়ে ছিলেন তারা । পর্যায়ক্রমে দুর্গাপুর-কলমাকান্দার কৃষকের পাকা ধান কেটে দিবেন বলেও জানান স্বেচ্ছাসেবকরা । স্থানীয় কৃষক সোবহান মিয়া জানান, এবছর ফসল ভালো হলোও শ্রমিক সংকটে ধান এখনো কাটতে পারছিনা । এমন অবস্থায় স্থানীয় যুবক এগিয়ে এসে জমির পাকা ধান কেটে দেওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। স্বেচ্ছাসেবক হুমায়ন কবির আকন্দ জানায়, আমরা আতাউর রহমান খান আখির ফ্যান ক্লাবের প্রায় ২০/৩০ জনের একটি দল স্থানীয় অসহায় ও গরীব কৃষকদের জমির পাকা ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছে । যেহেতু এখন পবিত্র রমজান মাস চলছে তাই কিছু দিন বিরতি দিয়ে আমাদের এই কাজ চালিয়ে যাচ্ছি ।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest