জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধি : তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বিদেশ ফেরৎ সরকারিভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইনে থাকা ১৭ জনকে ছাড়পত্র প্রদান করা হয়েছে। এছাড়া করোনা উপসর্গ পজেটিভ থাকায় হাসপাতালের করোনা ইউনিট আইসোলেশন ওয়ার্ডে ১জনকে ভর্তি রাখা হয়েছে। তার নাম মোক্তার হোসেন (২৮) বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুরে। এরআগে তেঁতুলিয়া উপজেলার ৩জন স্থায়ী বাসিন্দা ২জন নারী ও ১জন পুরুষের শরীরে কোভিট-১৯ ভাইরাসের উপসর্গ পাওয়ায় তাদের হোম আইসোলেশন রাখা হয়েছে। আক্রান্ত রোগীদের সেবা প্রদানকারী ১জন মেডিকেল অফিসার ও ২জন নার্সকে কাজী ব্রাদার্স আবাসিক হোটেলে কোয়ারিন্টাইনে থেকে রোগীদের নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বিভিন্ন তারিখে বিদেশ ফেরৎ ৩২জন বাংলাদেশী নাগরিক সরকারি বিধি অনুযায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইনে ১৪ দিন ছিলেন। তাদের মধ্যে ১৭ জনের কোয়ারিন্টাইন মেয়াদ পুর্ণ হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবু সিনাহ মোঃ মুশফিকুর রহমান এর নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের করোনা নমুনা সংগ্রহকারী টীম তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে (আর টি পিসি আর কোভিট-১৯) ভাইরাসের টেস্টেও জন্য পাঠান। উক্ত টেস্ট নেগেটিভ আসায় উপজেলা পর্যায়ে ‘‘করোনা ভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধ সহ সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত উপজেলা কমিটি’’ এর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইন থেকে ছাড়পত্র প্রদান করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু) এবং তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন।।