মোহাম্মদ মাহমুদুল হাসান,বিশেষ প্রতিনিধি- ঢাকাঃ । পেঁয়াজের মতো লবনকে নিয়ে চলছে নানান ধরনের সিন্ডিকেট আকাশ চুম্মি দাম ভাড়ানোর প্রস্তুতি। সাম্প্রতিক এক গুজবের কারনে সাধারণ জনগন পেঁয়াজ রেখে লবনের দিকে ঝুকছে। বাংলাদেশ পর্যাপ্ত লবন রয়েছে এনিয়ে কোন দূরচিন্তার কারন নেই। দেশেকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে দুষ্কৃতকারী ও কিছু অসাধু ব্যবসায়ীরা লবনের দাম কিছুটা বাড়িয়ে দিয়েছে। আপনরা এলাকার কোন পাইকারি বা খুচরা ব্যাবসায়ীরা লবনের দাম বেশি রাখে তাহলে সাথে সাথে ফোন করুন ৯৯৯ তাহলে চলে আসবে পুলিশ, চলে আসবে ভোক্তা অধিকার আইনের অফিসার তাই আর দেরি না করে কোথাও লবনের দাম বেশি রাখলে ফোন করুন উপরের ফোন নাম্বার গুলোতো অথবা ৯৯৯।