ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯
হিলি (দিনাজপুর)প্রতিনিধি নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবীতে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে ৫ম দিনেও হিলি-বগুড়া রুটে অনিদ্রিষ্টকালের জন্য যাত্রিবাহী বাস চলাচল বন্ধ রেখেছেন চালক ও মালিকরা। এতে করে বিপাকে পড়েছেন ওই পথে চলাচলরত বাস যাত্রিরা। তবে ৩০ টি গাড়ীর মধ্যে গাড়ীর কাগজপত্র আপডেট ৩-৪টি গাড়ী চলাচল শুরু করেছে এ রুটে। অপরদিকে বাস শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন, তাদের সংগঠনের পক্ষ থেকে বাস চলাচল বন্ধ করা হয়নি। তাদের গাড়ীর ও চালকদের সঠিক কাগজপত্র না থাকায় তারা বাস চলাচল বন্ধ রেখেছেন। গত শনিবার সকাল থেকেই চালকরা নিজ নিজ গাড়ি বন্ধ রেখে এই কর্মসূচি পালন করছেন। এতে করে ওই পথে চলাচলরত যাত্রিরা বাস না পেয়ে বিপাকে পড়েছেন, বিকল্প উপায়ে বাড়তি ভাড়ার মাধ্যমে গন্তব্যে পৌছানোর চেষ্টা করছেন। আজ বুধবার সকাল থেকে ৩০টি গাড়ীর মধ্যে ৩টি গাড়ী হিলি বগুড়া সড়কে চলচল শুরু করলেও অন্যান্য গাড়ী চলাচল করছেনা। তবে হিলি-দিনাজপুর, ও হিলি-জয়পুরহাট , হিলি – রংপুর, হিলি- পঞ্চগড় ও হিলি ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। হিলি বাস ট্রারমিনালের চেইনমাষ্টার জুলফিকার আলী রনজু জানান, কেউ মারা গেলে নতুন আইনে চালকের মৃত্যুদন্ড বা আহত হলে ৫ লাখ টাকা দিতে হবে। শৃমিকদের এতো টাকা দেওয়ার সামর্থও নাই আর বাস চালিয়ে চালকরা জেলখানায় যেতে চায়না। তাই তারা নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবীতে বাস চলাচল বন্ধ রেখেছে। নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবীতে হিলি বাস শৃমিক ইউনিয়ন কোন আন্দোলন করছেনা। যাদের গাড়ী ও চালকের কাগজপত্র সঠিক আছে তারা গাড়ি চালাচ্ছে। মোঃ লুৎফর রহমান হিলি দিনাজপুর
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST