ঢাকা ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৯
আবু মুসা নাটোর থেকে। “চলনবিলের ঐতিহ্য ধরে রাখবো, সবাই মিলে জীববৈচিত্র্য রক্ষা করবো” এই শ্লোগান নিয়ে সিংড়ার চলনবিলের জীববৈচিত্র্য ও অতিথি পাখি শিকার বন্ধে প্রচারণা শুরু করেছে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি। বুধবার সকালে সিংড়ার মৎস্য আড়ৎসহ চলনবিলের তাড়াশ-বারুহাস ডুবন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে ৯ সদস্যর একটি দল এই ব্যতিক্রম কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক মহসিন আলম, মানবাধিকার কর্মী আবু বক্কর সিদ্দিক, পরিবেশ কর্মী ও শিক্ষক জামাল উদ্দিন, হাসিবুল হাসান শিমুল, সাংবাদিক আব্দুর রশিদ প্রমূখ। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, শীতের আগমন উপলক্ষে প্রতি বছরের ন্যায় চলনবিলের পাখি শিকার বন্ধ ও বিল পারের মানুষদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ, মাইকিং, পথসভা ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST