বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চাউল, টিন ও নগদ টাকা বিতরণ

প্রকাশিত: ৪:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চাউল, টিন ও নগদ টাকা বিতরণ

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেনঃ বুধবার বিকেল
সাড়ে ৪টায় উপজেলা পরিষদের সামনে উপজেলার শিবরামপুর ইউনিয়নের দেউলী গ্রামে আগুনে পড়ে যাওয়া ৮টি পরিবারের মাঝে ৩০ কেজি চাউল, দুই বান টিন ও নগদ ছয় হাজার টাকা প্রদান করেন সাবেক সংসদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী
অফিসার মোঃ ইয়ামিন হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন্দ্র নাথ গবিন, উপজেলা
সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সানাউল্লাহ, শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনক চন্দ্র অধিকারী, শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে.এম কুতুব উদ্দীন, পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম।

উল্লেখ্য যে, সোমবার বিকেলে রান্না ঘরের চুলা আগুন থেকে সুত্রপাত হয়ে শিবরামপুর ইউনিয়নের দেউলী গ্রামে ৮টি পরিবারের ঘর সহ প্রায় ১০ লক্ষ টাকায় মালামাল তাৎক্ষনিক পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় গত মঙ্গলবার সকালে পুরে যাওয়া ঘটনাস্থলে সাবেক সংসদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে তাৎক্ষনিক কম্বল প্রদান করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest