ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, মে ৫, ২০২০
যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা ও চৌগাছায় আরো ছয়জন করোনায় আক্রান্ত হয়েছে।
এদের মধ্যে একজন ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, মেডিকেল টেকনোলজিস্ট ও একজন আয়া রয়েছেন। এছাড়াও কমপ্লেক্সের ফটকের সামনের এক পান দোকানদারের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাশিক মেডিকেল অফিসার ডাক্তার রাশিদুল আলম জানিয়েছেন, আজ দুপুর পর্যন্ত সিভিল সার্জন অফিস থেকে এ জাতীয় কোন বার্তা এসে পৌঁছায়নি। তবে নানা মাধ্যমে জানতে পেরেছি স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল অফিসার, তিন জন হসপিটাল স্টাফসহ চারজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক মেডিকেল টেকনোলজিস্টসহ (এমটিইপিআই) চারজনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাশিদুল আলম জানিয়েছেন, আক্রান্তরা সকলে সুস্থ আছেন। করোনাভাইরাসে সনাক্তের পর তাঁদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
অপরদিকে, চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন ডাক্তারের করোনা পজিটিভ। এনিয়ে উপজেলাতে তিনজন ডাক্তার তিনজন নার্সসহ ১৩ জন আক্রান্ত।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST