ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলা প্রতিনিধি ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাইলট সংলগ্ন শিপন বাকলাই নামের এক ব্যক্তির পুকুরে বিষ দিয়ে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন করেছে দৃর্বত্তরা। বুধবার সকালে শিপনের বাড়ীর লোকজন দেখে পুকুরের মাছ মরে ভেসে উঠছে। পরে এক এক করে মৃগেল, কাতলা, রুই, কইসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২ লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে যায়। শিপন জানান আমার সাথে পূর্ব শত্রুতা অনুযায়ী এই কাজ করেছে প্রতিপক্ষরা। খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে গিয়েছেন ভোলা সদর থানার ওসি এনায়েত হোসেন। ওসি এনায়েত হোসেন জানান, তদন্ত করে অপরাধী শনাক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST