করোনা পরিস্থতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিপরীতে হাটছে তিনটি দেশঃ

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, মে ৮, ২০২০

করোনা পরিস্থতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিপরীতে হাটছে তিনটি দেশঃ
মোহাম্মদ মাহমুদুল হাসান |
করোনাভাইরাস মহামারি মোকাবেলায় বিশ্বে বড় ধরনের বিস্ময়ের জন্ম দিতে চলেছে ভারতীয় উপমহাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও সতর্কবানী উপেক্ষা করে পুরো বিশ্বের বিপরীতে হাঁটছে তিনটি দেশ-বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। বিশ্বব্যাপী দেখা গেছে, করোনার বিস্তার ঠেকাতে দেশগুলো কঠোর লকডাউনে গেছে। নতুন সংক্রমণের ধারা নিম্নমুখী না হওয়া পর্যন্ত বজায় রেখেছে এই লকডাউন। কিন্তু উপমহাদেশের তিন দেশের বেলায় ঘটছে উল্টো ঘটনা। করোনা মোকাবেলায় এরাও লকডাউন দিয়েছে। সে কারণে হয়তো মহামারি কিছুটা নিয়ন্ত্রণেও থেকেছে। কিন্তু ঠিক চূড়ান্ত পর্যায়ের (Peak) কাছে এসে এদের ধৈর্যচ্যুতি ঘটেছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়ে সবচেয়ে ভুল কাজটি করছে। তুলে নিচ্ছে অথবা শিথিল করছে লকডাউন। আর তাতে করোনা ভয়ংকরভাবে কামড় বসানোর সুযোগ তৈরি হচ্ছে। আর এতেই হয়তো ঝুকিতে পড়তে পারে দেশের মানুষ, দেশ ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধি।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest