দ্রুত সূর্যাস্তই ভেট্টরির মাথা ব্যথার কারণ!

প্রকাশিত: ৯:২২ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯

দ্রুত সূর্যাস্তই ভেট্টরির মাথা ব্যথার কারণ!

আলোকিত সময় ডেক্সঃ আগামী ২২ নভেম্বর থেকে কলকাতার ইডেনে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারত মধ্যেকার দুই টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। তবে এই টেস্টটি অন্যগুলোর চেয়ে আলাদা। কারণ টেস্টটি ক্রিকেট ইতিহাসের প্রথম দিবা-রাত্রির টেস্ট। আর সেই ম্যাচ নিয়ে ড্যানিয়েল ভেট্টরি বলেন, নেতিবাচক চিন্তা না করেই আমরা খেলার জন্য মুখিয়ে রয়েছি।

তবে ড্যানিয়েল ভেট্টরিকে ভাবাচ্ছে কলকাতার দ্রুত সূর্যাস্ত। তার মতে, এটাই দলের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে গোধূলীতে। তিনি বলেন, দিনে গোলাপি বল স্বাভাবিকভাবেই খেলা যাবে। কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে যখন ম্যাচটা আলোতে যাবে। এখানে দ্রুত সূর্যাস্ত হয়। তখন গোলাপি বল কিভাবে আসে সেটাই আসল। উইকেট নিয়ে তিনি বলেন, উইকেট বেশ ভালো, শেষ সেশন গোলাপি বলে খুব ইন্টারেস্টিং হবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest