করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃত্যু ছাড়াল ৮০ হাজার

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মে ১০, ২০২০

করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃত্যু ছাড়াল ৮০ হাজার

আলোকিত সময় আন্তর্জাতিক ডেস্কঃ প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৫৬৮ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৮০ হাজার ৮৭ জনে দাঁড়ালো। আক্রান্ত ও মৃতের সংখ্যায় দেশটির অবস্থান শীর্ষে। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৩৮ হাজার ৭৮ জন। এদিকে বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ২ লাখ ৮০ হাজার ৪৩৫ জন। সুস্থ হয়েছে ১৪ লাখ ৪১ হাজার ৭০১ জন। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এর পর একে একে বিশ্বের ১৮৫ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। তবে আশার খবর, বিশ্বের বিভিন্ন দেশে এখন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমছে। এনডিটিভি, ওয়াল্ডওমিটার।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest