বিরলে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯

বিরলে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন

দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ দিনাজপুরের বিরল উপজেলা খাদ্য গুদামে বুধবার উপজেলা নির্বাহী অফিসার জিনাত রহমানের সভাপতিত্বে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ/২০১৯-২০ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, পৌর মেয়র ও উপজেলা আওয়মী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তৌহিদুল ইকবাল, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশ্রাফুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) জাবের মোঃ সোয়াইব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ হামুনুর রহমান সরকার, বিরল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঙ্গলপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোফাচ্ছেল হক ছেলু, সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম জুয়েল, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব রকিবুল ইসলাম বাবু, প্রেস ক্লাব সভাপতি এম এ কুদ্দুস সরকার, কৃষক সাইদুর রহমান প্রমূখ। উল্লেখ্য যে, বিরল উপজেলায় এবার ৩০৫৩ মে.টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest