নাটোরের বড়াইগ্রামে কলেজ ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৯

নাটোরের বড়াইগ্রামে কলেজ ছাত্রীর আত্মহত্যা
আবু মুসা,নাটোর থেকে। নাটোরের বড়াইগ্রামে গত বুধবার রাত সাড়ে আটটার দিকে আত্মহত্যা করেছে কলেজ ছাত্রী স্মৃতি পিউরিফিকেশন। সে উপজেলার মহানন্দগাছা গ্রামের মিঃ আন্তনী পিউরিফিকেশনের মেয়ে ও বড়াইগ্রাম ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। ঘটনাস্থলে গেলে তার পিতা আন্তনী পিউরিফিকেশন জানান, মেয়ে স্মৃতি আমাদের সাথে রাত সাড়ে সাতটার দিকে নাস্তা করে তার পড়ার রুমে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে ডেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে দেখা যায় সে ঘরের তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশে খবর দিলে রাতেই ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বৃহষ্পতিবার সকালে পুলিশ ময়না তদন্তের জন্য লাশ নাটোর সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে লাশ নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest