অতিরিক্ত সচিব শিশির রায়কে ফুলেল শ্রদ্ধায় বিদায়

প্রকাশিত: ৬:১৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শিশির কুমার রায় কে জগন্নাথপুরে ফুলেল শ্রদ্ধায় চির বিদায় জানানো হয়েছে। বুধবার বিকেলে জগন্নাথপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ নিয়ে এলে জগন্নাথপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, সিলেট, সুনামগঞ্জের সড়ক যোগাযোগ ও সেতু বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তরের সিলেট, সুনামগঞ্জ ও জগন্নাথপুর কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, রাজনীতিবিদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাড়ি ভারত নিবাসে শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়। শিশির কুমার রায় মঙ্গলবার রাত পৌনে ২টায় রাজধানীর অ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সাবেক পিপি খায়রুল কবির রুমেন, জেলা আওয়ামী লীগ সদস্য সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফারজানা আক্তারসহ আরো অনেকে। অতিরিক্ত সচিব শিশির কুমার রায় জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সুধাংশু শেখর রায় বাচ্ছুর ছোট ভাই। তার বাবা সুধীর চন্দ্র রায় ও একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। দাদা ভারত চন্দ রায় তাঁর পিতা স্বরূপ চন্দ্রের নামে স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভূমি দান করেন। দায়িত্ব পালনকালে তিনি সততার সহিত দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন। আগামী ডিসেম্বর মাসে পদোন্নতিতে তিনি পূর্ণ সচিব হওয়ার কথা রয়েছে এবং জানুয়ারি মাসে অবসর গ্রহণের কথা।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest