ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো ॥ ঢাকা-ভোলা রুটে গ্রীনলাইন জলবাস শুভযাত্রা ২৫ নভেম্বর

প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯

ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো ॥ ঢাকা-ভোলা রুটে গ্রীনলাইন জলবাস শুভযাত্রা ২৫ নভেম্বর
ভোলা: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা-ভোলা রুটে চালু হচ্ছে গ্রিন লাইন ভলভো ওয়াটার বাস। বৃহ¯পতিবার (২১ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানায় গ্রিন লাইন কর্তৃপক্ষ। আজ সকাল সাড়ে ৭টায় গ্রীন লাইন ভলভো ওয়াটার বাসটি ঢাকা থেকে ছেড়ে ভোলার উদ্দেশ্যে রওনা দিয়ে দুপুর ১টায় ইলিশা ঘাটে এসে পৌঁছাবে। গ্রিন লাইন পরিবহনের মালিক মো. আলাউদ্দিন জানান, ২৫ নভেম্বর থেকে এই রুটে অত্যাধুনিক ওয়াটার বাস সেবা চালু হচ্ছে। ওই দিন দুপুর দেড়টায় ভোলা থেকে ঢাকার উদ্দেশ প্রথম বাহনটি ছেড়ে আসবে। পরদিন থেকে প্রতিদিন সকাল ৭টায় ঢাকা ছেড়ে যাবে ওয়াটার বাস। উল্টো দিকে ছাড়বে প্রতিদিন দুপুর দেড়টায়। ওয়াটার বাসের ভাডাও নির্ধারণ করে দিয়েছে গ্রীনলাইন কর্তৃপক্ষ। উপরতলার (বিজনেস ক্লাস) ভাড়া সিট প্রতি ১০০০/- হাজার টাকা। নিচতলার (ইকোনিম ক্লাস) ভাড়া ৭০০/- টাকা। গ্রিন লাইন এর আগে ঢাকা-বরিশাল রুটে ভলভো ওয়াটার বাস চালু করে। বরিশালের পরে এবার প্রথম ভোলায় এর সঙ্গে যুক্ত হল ঢাকা- ভোলা রুটে ওয়াটার বাস। ভোলা-ঢাকা রুটে গ্রীন লাইন ওয়াটার বাস চালু হয়ে ভোলাবাসীর উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অনেকে বলছেন, আগে ঢাকা যেতে অনেক সময় লেগে যেতো। এখন ঢাকা দ্রুত গিয়ে কাজ সেরে আবার চলে আসা যাবে। এটা ভোলাবাসীর জন্য অত্যান্ত খুশির খবর। ভোলার সচেতন মহল ভোলা থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশে এবং ঢাকা থেকে বিকাল ৫টায় ভোলার উদ্দেশ্যে যদি গ্রীন সার্ভিস চালু করা করার দাবী জানান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest