ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯
হাকিমপুর (দিনাজপুর)প্রতিনিধি মোঃ লুৎফর রহমান!!
বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে হাকিমপুর উপজেলার একটি পৌরসভাসহ তিনটি ইউনিয়নের ৩৬ টি ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। গত ১১ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারী-পুরুষ নেতাকর্মীদের উপস্থিতিতে কাউন্সিলরা ব্যালট পেপারের মাধ্যমে নিজের পছন্দের ওয়ার্ড সভাপতি ও সম্পাদক নির্বাচিত করেন।
পরে বিজয়দের নাম ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইমদাদুল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল রহমান লিটন। এসময় দিনাজপুর জেলা আওয়ামলীগের উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ হারুন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত, যুগ্ন সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, পৌর আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম ডাবলু, পৌর আওয়ামলীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ মাষ্টার,খট্্রামাধবপাড়া ইউনিয়ন আওয়ামলীলীগে সভাপতি আব্দুল মালেক মন্ডল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি নকুল চন্দ্র, সাধারণ সম্পাদক এমদাদুল হক, আলীহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল রহমান লিটন বলেন, গত ৩ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সিন্ধান্ত মোতাবেক স্থানীয় পর্যায়ের আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বহিরাগত ও অনুপ্রবেশকারীদের সম্পর্কে সতর্ক থেকে ৩৬ টি ওয়ার্ডে আওয়ামীলীগের সম্মেলন সম্পন্ন করা হয়
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST