আত্মসমর্পণকারী রাজশাহীর ৫৭ জন চরমপন্থীর মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

আত্মসমর্পণকারী রাজশাহীর ৫৭ জন চরমপন্থীর মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ
রাজশাহী ব্যুরো: আত্মসমর্পণকারী ৫৭ জন চরমপন্থীর মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার রাজশাহী জেলা পুলিশের আয়োজনে দুপুর ১২ টার দিকে জেলা পুলিশ লাইন্স মাঠে আত্মসমর্পণকারী চরমপন্থীদের মাঝে প্রধানমন্ত্রীর প্রদানকৃত আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আ’লীগের সভাপতি এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম(বার), রাজশাহী জেলা প্রশাসক মোঃ হামিদুল হক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা রাজশাহী বিভাগীয় প্রধান মোঃ জহীর উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম। অনুষ্ঠানে আত্মসমর্পণকারী ৫৭ জন প্রত্যেক চরমপন্থীর মাঝে প্রধানমন্ত্রীর প্রদানকৃত ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। উল্লেখ্য, গত বছরের এপ্রিল মাসে সরকারের আহবানে সাড়া দিয়ে এ ৫৭ জন চরমপন্থী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে এবং অন্ধকারের পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। করোনার এই দুর্যোগকালিন সময়ে তাদের নিজ নিজ পেশার উন্নয়নের স্বার্থে ও অর্থনৈতিক স্বচ্ছলতার জন্য এ অর্থ প্রদান করা হয়। চরমপন্থীদের মধ্য থেকে আব্দুর রাজ্জাক বাবু নামক এক আত্মসমর্পণকারী চরমপন্থী এই আর্থিক অনুদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান এবং ভালো পথে থেকে সামাজিক শৃঙ্খলা রক্ষায় পুুলিশের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময়ে এদের প্রত্যেককে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। ৫৭ জন আত্মর্পণকারীর মধ্যে রাজশাহীর বাগমারা থানার সদস্য ৩৩ জন, দূর্গাপুর থানার ৫ জন, পুঠিয়া থানার ১৬ জন ও রাজশাহী মহানগরের ৩ জন। সম্মানিত অতিথিগণ তাদের বক্তব্যে প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং আত্মসমর্পণকারী চরমপন্থীদের আলোকিত পথে থেকে দেশ ও সমাজের প্রতি দায়িত্ব পালনের আহবান করেন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest