তানোরে কলমা ইউনিয়নে দুঃস্থদের মাঝে চাল বিতরণ

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, মে ২০, ২০২০

তানোরে কলমা ইউনিয়নে দুঃস্থদের মাঝে চাল বিতরণ

রাজশাহী ব্যুরো: রাজশাহীর তানোর উপজেলার ১ নং কলমা ইউনিয়ন পরিষদে করোনা পরিস্থিতিতে আর্থিক সমস্যার মধ্যে পড়া দুস্থদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ৯ টা থেকে কলমা ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে দুস্থদের মাঝে তুলে দেওয়া শুরু করেন কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মাঈনুল ইসলাম স্বপন। তিনি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের দুস্থদের মাঝে নিজ হাতে ত্রাণ তুলে দেন। করোনা পরিস্থিতিতে এবার ইউনিয়নের ৭৫০ জন দুস্থ মানুষের মাঝে এ ত্রাণ তুলে দেয়া হয়।

কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন বলেন, করোনা পরিস্থিতিতে আর্থিকভাবে সমস্যায় পড়া মানুষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা দুস্থ মানুষের মাঝে শুরু থেকেই চাল দিয়ে আসছি। এর প্রেক্ষিতে আজ সকাল থেকে ১০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে। কলমা ইউনিয়নের ৭৫০ জন কে এ চাল দেয়া হবে। এ সময় কলমা ইউনিয়ন পরিষদের সচিব মোস্তাফিজুর রহমান ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest