ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯
রবিউল ইসলাম রংপুর প্রতিনিধি। শনিবার সকালে প্রয়াত রাষ্ট্রপতি ও সাবেক সেনা প্রধান হুসাইন মুহাম্মাদ এরশাদ এর করর জিয়ারত করেছেন পল্লী বন্ধু কেন্দ্রীয় পরিষদের আহবায়ক কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দু সহ গাইবান্ধা জেলার আহবায়ক কমিটির সদস্যরা। সকালে রংপুর পল্লী নিবাসে ফুল দিয়ে হুসাইন মুহাম্মাদ এরশাদ এর কবরে শ্রদ্ধা নিবেদন,কবর জিয়ারত ও মোনাজাত করেন। এসময় বক্তারা বলেন পল্লী বন্ধু হুসাইন মোহাম্মাদ এরশার সাহেবর জীবন,সম্পর্কে অনেকি কিছু জানেন ,আমাদের মনে হয়, তার মত আদর্শ নেতা বাংলা আর জম্ম হবে কিনা তা জানিনা, তাই আমরা পল্লী বন্ধু কেন্দ্রীয় পরিষদ গঠন করতেছি, যাতে করে পল্লী বন্ধুকে সবাই ভালোভাবে জানতে পারে। এসময় উপস্থিত ছিলেন পল্লী বন্ধু কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সদস্য সচিব নেওয়াজ আলী ভূঁইয়া,সমন্বয়কারী জে এইচ টিপু,দপ্তর সম্পাদক এনায়েত হোসেন,সদস্য সাচ্ছু বিশ্বাস,লেহাজ উদ্দিন ও পল্লী বন্ধু কেন্দ্রীয় পরিষদের গাইবান্ধা জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব এস.এম মিজানুর রহমান,যুগ্ম আহবায়ক আব্দুস সালাম,যুগ্মআহবায়ক তৌহিদুল ইসলাম সহ প্রমূখ। পল্লী বন্ধুর কবর জিয়ারত এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করলো সংগঠনটি। দোয়া ও মোনাজাত শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সদস্য সচিব নেওয়াজ আলী ভূঁইয়া।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST