শেরপুরে অসহায় দরিদ্রদের প্রতি “দৌড় পরিবারের” নিরব ভালবাসা

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, মে ২১, ২০২০

শেরপুরে অসহায় দরিদ্রদের প্রতি “দৌড় পরিবারের” নিরব ভালবাসা
জাহাঙ্গীর ইসলাম, বগুড়া প্রতিনিধি ।
করোনায় “দৌড় পরিবারের” নিরব ভালবাসা এই ¯েøাগানকে সামনে রেখে সংগঠনের সকলের আপ্রান চেষ্টায় বগুড়ার শেরপুরে ২১ মে বৃহস্পতিবার সকালে শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল এ্যান্ড কলেজ চত্বরে ১৯৪ জন হতদরিদ্র, গরীব ও অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা ছাত্রলীগের সহ সভাপতি মাহবুবুর রহমান আশিক, ডা. ইকবাল হাসান সনি, ডা. অমিত লাহা, রাজন আহম্মেদ, ফয়সাল মাহমুদ, লিখন, সৌরভ হাসান মাসুম, আপেল মাহমুদ, আরাফাত হোসেন, সুমন প্রামানিক, শিপন মাহমুদ, নাজমুল হাসান লাম, আরিফুল ইসলাম আরিফ, মোখলেছুর রহমান প্রমূখ। করোনা ভাইরাসের প্রকোপ থেকে অসহায়, গরীব দরিদ্রদের বাঁচাতে মধ্যবিত্তদের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান, দৌড় পরিবারের সদস্যরা।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest