রাজশাহীতে প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে আমসহ ফসলের ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, মে ২১, ২০২০

রাজশাহীতে প্রচণ্ড ঝড়-বৃষ্টিতে আমসহ ফসলের ব্যাপক ক্ষতি
রাজশাহী ব্যুরো: সাইক্লোন হাম্পানের এর প্রভাবে রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত একটানা ঝড় বৃষ্টি হয়। এতে আমসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ব্যাপক আম পড়ে গেছে ও জমির ধান হেলে পড়েছে। এছাড়াও পানবরজ সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড় বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই রাজশাহী জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। বিদ্যুৎ ছাড়াই অন্ধকারে ঢেকে যায় পুরো রাজশাহী। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় আজ ইফতারের আগ মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে দেয়া হয়। জানা যায়, সাইক্লোন আম্পানের প্রভাবে গতকাল বুধবার সকাল থেকেই রাজশাহীর আকাশে মেঘ জমে যায়। এর প্রভাবে থেমে থেমে বৃষ্টি শুরু হয়। বুধবার দুপুরে বৃষ্টির পরিমাণ আরো বেড়ে যায়। বিকেলে কিছুক্ষণ বিরতি দিয়ে ইফতারের আগ মুহূর্তে বৃষ্টি শুরু হয়। রাজশাহী মহানগর ও জেলায় একযোগে প্রচন্ড বেগে ঝড় বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টিপাতে জমির কিছু পাকা ধান ও আম পড়ে যায়। এতে আম চাষিরা ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে। বিশেষ করে আধা পাকা আম অনেক পড়ে গেছে। বিভিন্ন জায়গায় গাছের ডাল ভেঙে পড়েছে এবং অনেক আম ধরে পড়ে গেছে। যেসব এলাকায় পান চাষ হয় সেসব এলাকার পানবরজ চাষিরা ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত একটানা ঝড় ও বৃষ্টিপাত হয়। এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। ঝড়-বৃষ্টিতে জেলার অনেক উপজেলার টিনের চালা উড়ে চলে গেছে বলে জানা গেছে। অনেকের বেড়ার ঘর ভেঙে পড়েছে বলেও খবর পাওয়া গেছে। রাজশাহী আবহাওয়া অফিস জানায় গতকাল বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজশাহীতে ৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আর ঘন্টা ঝড়ের গতিবেগ ছিল ৫৯ কিলোমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সসর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়া। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল হক বলেন, রাজশাহীতে ঝরে ১৫ শতাংশ আম পড়ে গেছে আর বোরো ধান ৬০ শতাংশ কাটা হলেও বাকি ৪০ শতাংশ বাতাসে হেলে গেছে। ধানের ক্ষতি হতে পারে। পান বরজের তেমন ক্ষতি হবে না। লিচুর ক্ষতি হবে না বলে মনে করা হচ্ছে। এবছর রাজশাহী জেলায় ১৭ হাজার ৬৮৬ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ১০ হাজার মেট্রিক টন। ১০০ কোটি টাকার ক্ষতি হতে পারে। বিষয়টি রিপোর্ট করা হয়েছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest