জাহাঙ্গীর ইসলাম,বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় মোহাম্মদ আলী হাসপাতাল থেকে একজন করোনা পজিটিভ রোগী পালিয়ে গেছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। মোহাম্মদ আলী হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম (৩৬)। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বাসিন্দা। গত ১৮ মে তিনি বগুড়া সদরের ঐতিহাসিক মাহাস্থানের এক যাত্রী ছাউনীতে অচেন অবস্থায় পড়ে থাকলে বগুড়া মোহাম্মদ আলীর চিকিৎসক টিম তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে করোনা ভাইরাস পজিটিভ হিসেবে সনাক্ত করা হয়।