ঢাকা ২৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আলোকিত সময় ডেস্কঃ জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক এস.এম. সামছুল আলম নিক্সনের উদ্যোগে আজ ঢাকা মিরপুরে করোনাকালে ঘরবন্দী অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঢাকার মিরপুর সহ বেশ কয়েকটি থানার মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দেয়া হয়। কর্মহীন দুস্থ ও মধ্যবিত্ত মানুষের বাড়ি উপহার সামগ্রী হিসেবে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় জাতীয় যুব পরিষদের সদস্যরা। ঈদ উপহার হিসেবে এসব সহায়তা চাঁদরাত পর্যন্ত অব্যাহত থাকবে বিশ্বস্ত সূত্র জানায় । এদিকে গতকাল বরিশাল জেলা যুব পরিষদের যুগ্ম আহ্বায়ক যুবনেতা সালাম শরীফের তত্বাবধানে বরিশালের বানারীপাড়ায় গতকাল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, আটা, পোলাওর চাল, গরম মশলা ও সাবান । আগামী দিনেও যে কোন সংকটে যুব পরিষদ মা নুষের পাশে থাকবে বলে জানান এস এম সামছুল আলম নিক্সন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST