শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো :-
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পাশাপাশি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে। পিছিয়ে নেই বরিশালের বিসিক শিল্প মালিক সমিতির উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আজ ২৩ মে শনিবার সকাল ১১ টার দিকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বরিশাল শিল্প নগরীতে ফরচুন সুজ লিমিটেড কারখানার সামনে বিসিক শিল্প মালিকদের উদ্যোগে এবং তাদের আয়োজনে বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকার এক সহস্রাধিক কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আফজালুল করিম, সিনিয়র সহ সভাপতি বিসিক শিল্প মালিক সমিতি বরিশালসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এসময় প্রত্যেককে ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, সেমাই, চিনি, তেল, ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক সবাইকে আহবান জানায় যে, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না।