দুমকিতে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় মিছিল ও সমাবেশ

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫

দুমকিতে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিজয় মিছিল ও সমাবেশ

 

 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দুমকিতে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে দুমকি নতুন বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, সাবেক পৌর চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ পিনু ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব।

 

বক্তারা বলেন, “এক বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনাকে হটানো হয়েছিল। এ আন্দোলনে প্রায় দুই হাজার তরুণ প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন অন্তত ২০ হাজার। এটি দেশের রাজনৈতিক ইতিহাসে ছাত্র-জনতার গৌরবোজ্জ্বল অধ্যায়।”

 

জেলা বিএনপির সভাপতি কুট্টি বলেন, “বিএনপি কোনো গোষ্ঠীর কাছে জিম্মি নয়; এটি ভদ্র, গণতান্ত্রিক ও শান্তিপ্রিয় দল। চাঁদাবাজ, সন্ত্রাসী কিংবা নৈরাজ্য সৃষ্টিকারীদের দলে স্থান নেই।” তিনি আরও বলেন, “তারেক রহমান আজকের প্রেক্ষাপটে অত্যন্ত দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব দিচ্ছেন। তার নিজস্ব গোয়েন্দা সংস্থা রয়েছে, যার মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণ করে দল পরিচালনা করছেন।”

 

উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাইফুল আলম মৃধার সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest