রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীতে ১০১৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে শাহমখদুম থানা পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম থানার এসআই/মোঃ নুরন্নবী হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে শাহমখদুম থানাধীন নওদাপাড়া গ্রামস্থ আমচত্বর হতে ১০০ গজ পশ্চিমে জনৈক খবির এর খড়ির আড়তের সামনে পাকা রাস্তার উপর হতে গতকাল বিকেল পৌনে ৫টার দিকে কাশিয়াডাঙ্গার দিক হতে মোটরসাইকেল যোগে মাদক বহন করে আসা আসামী রনি হাসান (২৮), পিতা-মোঃ আকবর হোসেন, সাং-কুজি পুকুর মধ্যপাড়া, থানা-লালপুর, জেলা-নাটোর, সেলিম রেজা (২৫), পিতা-মোঃ মিজানুর রহমান ও মহরম হোসেন জনি (৩২), পিতা-মোঃ জিহাদ আলী, উভয় সাং-ইউসুফপুর টাঙ্গন ডারপাড়া, থানা-কাটাখালী, মহানগর রাজশাহীদেরকে তাদের ব্যবহৃত মোটরসাইকেলের ট্যাংকির ঢাকনার ভিতর হতে ১০১৫(এক হাজার পনের) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।