ঘুর্ণিঝড় আম্পানে কাঠালিয়ায় ভেঙ্গে যাওয়া বিষখালী নদীর ভেরিবাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, মে ২৩, ২০২০

ঘুর্ণিঝড় আম্পানে কাঠালিয়ায় ভেঙ্গে যাওয়া  বিষখালী নদীর ভেরিবাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি:
ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরবর্তী ভেঙ্গে যাওয়া ভেরিবাঁধ ও ক্ষতিগ্রস্থ এলাকা শনিবার দুপুরে পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী। এ সময় তিনি ক্ষতিগ্রস্থ লোকজনের সাথে কথা বলেন এবং খুব দ্রæত সময়ের মধ্যে ভেরিবাঁধ নির্মানের আশ^াস দেন। উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঘূণিঝড় আম্পানের পূর্বে আগাম বন্যায় ক্ষয়ক্ষতি হতে সম্ভাব্য ঝুকিপূর্ণ বাঁধ ও অন্যান্য অবকাঠামো রক্ষায় যাচাই বাছাই কমিটির সদস্য ও পানি উন্নয়ন বোর্ড ডিজাইন সার্কেল-৬ এর নির্বাহী প্রকৌশলী মো. তোফায়েল চৌধুরী ভেরিবাঁধ পরিদর্শন করেন। এছাড়াও সেনাবাহিনীর একটি দল ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।

উল্লেখ্য আম্ফানের আঘাতে কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরের ৫ কিলোমিটার ভেরিবাঁধ ভেঙ্গে ২০ গ্রাম প্লাবিত হয়। এতে শতশত বাড়ী-ঘর, ফসলী জমি, গাছ-পালা, মুরগীর ফার্ম, পানের বরজ, পুকুর ও জলাশয়ের মাছ, রাস্তা-ঘাটের ব্যপক ক্ষতি হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest