‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে লাগানো হবে ১ কোটি গাছ’

প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯

‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে লাগানো হবে ১ কোটি গাছ’

মোহাম্মদ মাহমুদুল হাসান, বিশেষ প্রতিনিধি, ঢাকাঃ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে সারাদেশে এক কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সরকারের।পরিবেশ মন্ত্রী জানান, এ উপলক্ষে সারাদেশে একদিনে একই সময়ে একযোগে এক কোটি গাছ লাগানো হবে। সবাইকে এ গাছ লাগানোতে অংশগ্রহণ করে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর দিনকে স্মরণীয় করে রাখতে হবে।তিনি বলেন, বেদখলকৃত বন বিভাগের জমি উদ্ধার করে নতুন নতুন বনায়ন গড়ে তুলতে হবে। কারণ যে কোনো দেশে ২৫ ভাগ বনাঞ্চল থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে অধিক গণবসতির কারণে তা সম্ভব হয়ে উঠেনি। তাই দেশের পরিবেশের উন্নয়নে ২৫ ভাগ বনায়ন সৃষ্টি করতে হবে।মন্ত্রী বলেন, সামাজিক বনায়ন কার্যক্রমকে সম্প্রসারণ করে এ কার্যক্রমের উপকারভোগীদের লভ্যাংশ প্রদান করে আরো উৎসাহিত করা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest