গাইবান্ধায় বাড়ি বাড়ি গিয়ে প্রয়াস’র ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

গাইবান্ধায় বাড়ি বাড়ি গিয়ে প্রয়াস’র ঈদ উপহার বিতরণ
শিহাব মন্ডল: বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস । করোনাভাইরাস মোকাবেলায় দেশে দেশে চলছে লকডাউন। ফলে বাংলাদেশের ঘর থেকে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষজন। কাজ-কর্ম বন্ধ থাকায় অসহায়ত্ব জীবন-যাপন করছে এসব মানুষ। একদিকে লকডাউন, অন্যদিকে জীবন। এই দুইয়ের মাঝে পড়ে সবচেয়ে বিপাকে রয়েছেন মধ্যবিত্ত পরিবারের মানুষজন। অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় খুঁজে খুঁজে বাড়ি বাড়ি গিয়ে ঈদের উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন গাইবান্ধা সদর উপজেলার ৪ নং সাহাপাড়া ইউনিয়নের বিভিন্ন পাবলিক,প্রাইভেট,মেডিকেল ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা সংগঠন “প্রয়াস ” একটি শিক্ষা ও সমাজ কল্যাণ মূলক সংগঠন । আজ ২৪ মে (রবিবার) সাধারণ সম্পাদক শিহাব মন্ডলের নেতৃত্বে ৪ নং সাহাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক পরিবারের মাঝে এই ঈদ উপহার পৌঁছানো হয় । প্রয়াসের সহ-সভাপতি রেজওয়ান ইসলাম বলেন, পিছিয়ে পরা মানুষদের এগিয়ে নেয়ার জন্যই জন্যই মূলত আমাদের সংগঠন প্রয়াস। বর্তমান সংকটের সময়ে ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে প্রয়াস এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে । ঈদ সামগ্রী নিতে আসা এক ব্যক্তি জানান, হামরা গরিব মানুষ । ঈদের এগুলা কিনবার গেলে ২০০-৩০০ টাকা নাগে । সেই সামর্থ্য হামার নাই । এই প্যাকেটের ফলে এখন বেশ ভালো মতোই পরিবারের সাথে ঈদের আনন্দ করব্যার পামো। এই বছর প্রয়াসের উদ্যোগে ৪ নং সাহাপাড়া ইউনিয়নের শতাধিক অস্বচ্ছল পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয় । উপহার সামগ্রী হিসেবে সেমাই,চিনি,গুঁড়া দুধ,মুড়ি বিতরণ করা হয় । এ সময় প্রয়াসের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ সরকার,প্রচার সম্পাদক শাওন সরদার,ফুয়াদ মন্ডল,রেদওয়ান মন্ডল সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রয়াস শিক্ষা ও সমাজ কল্যাণ মূলক সংগঠন ২০১৯ সালের ৩রা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। মূলত প্রয়াস শিক্ষা ও সমাজ সেবা মূলক কাজ করে থাকে । করোনা সংকট কালীন সময়ে প্রয়াস’র উদ্যোগে জনসচেতনতা ,হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest