মোবাইল কোর্ট টিমসহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক বরিশাল নগরীর বিভিন্ন বিনোদন স্পট পরিদর্শন*

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, মে ২৬, ২০২০

মোবাইল কোর্ট টিমসহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক বরিশাল নগরীর বিভিন্ন বিনোদন স্পট পরিদর্শন*

শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃকরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে শুরু থেকেই বরিশাল জেলা প্রশাসন নিয়মিত কাজ করে যাচ্ছে। আজ ২৬মে বিকাল ৩ঃ০০ থেকে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম অজিয়র রহমানের নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাজিব আহমেদ বরিশাল নগরীর বিভিন্ন বিনোদন স্পট পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান-এর নেতৃত্বাধীন একটি মোবাইল কোর্টের টিম তার সাথে ছিলো। মোবাইল কোর্ট টিমসহ নগরীর মুক্তিযোদ্ধা পার্ট, বঙ্গবন্ধু পার্ক, প্ল্যানেট পার্ক ও বধ্যভূমি (ত্রিশ গোডাউন) এলাকায় পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব রাজিব আহমেদ। এসময় পথিমধ্যে থাকা দর্শনার্থীদের মাঝপথ থেকে ফিরিয়ে দেওয়া হয় এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতন করা হয়। পাশাপাশি, বিভিন্ন বিনোদন স্পটে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জিয়াউর রহমান জনসাধারণকে সতর্ক করেন এবং বাসায় পাঠিয়ে দেন। পরিদর্শনে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

পরিদর্শন শেষে জনাব রাজিব আহমেদ জানান, মানুষকে ভালো রাখতে বরিশাল জেলা প্রশাসন কর্তৃক এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।।

*করোনা পরিস্থিতির প্রথম থেকে আজ পর্যন্ত জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে সচেতনতা ও শারীরিক দূরত্ব নিশ্চিত করনে গৃহীত কার্যক্রমের সারসংক্ষেপ নিম্নরুপঃ*

করোনা পরিস্থিতির প্রথম থেকে ২৫ মে ২০২০ পর্যন্ত বরিশাল জেলায় হোম কোয়ারেন্টাইন নিশ্চিত, নিত্যপ্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রন ও মাস্ক, স্যানিটাইজার মূল্য নিয়ন্ত্রণের জন্য পরিচালিত-
 মোট মোবাইল কোর্টঃ ২৯৭ টি
 জরিমানাকৃত ব্যক্তির সংখ্যাঃ ৪৬২ জন
 জরিমানাকৃত প্রতিষ্ঠানের সংখ্যাঃ ৬৫৫ টি
 জরিমানার পরিমাণঃ ৪৩ লক্ষ ৯১ হাজার ৯৫০ টাকা
 কারাদন্ড দেওয়া হয়েছেঃ ৪৯ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
 বিভিন্ন অভিযোগে সীলগালাকৃত প্রতিষ্ঠানঃ ১২ টি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest