নাটোরে পুলিশের মধ্যে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় অক্সিমিটার ও অক্সিজেন প্রদান

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

নাটোরে পুলিশের মধ্যে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় অক্সিমিটার ও অক্সিজেন প্রদান

আবু মুসা স্টাফ রিপোর্টার :
নাটোরে পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় তাদের সুরক্ষায় জেলার সকল থানায় অক্সিমিটার সহ অক্সিজেন সরবরাহ করা হয়েছে।

নাটোর জেলা পুলিশের উদ্যোগে বুধবার বিকালে পুলিশ লাইন্স ড্রিল সেডে ৭ থানার কর্মকর্তাদের হাতে সরঞ্জাম গুলো তুলে দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।এসময় সিভিল সার্জন ডা.কাজী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে করোনা আক্রান্ত রোগীর শারীরিক পরীক্ষা সহ অক্সিজেন সরবরাহের বিষয় গুলো হাতে কলমে পুলিশ সদস্যদের শিখিয়ে দেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

পুলিশের পাশাপাশি প্রয়োজনে সাধারণ মানুষও থানা থেকে এ সুবিধা ভোগ করতে পারবেন বলে জানান পুলিশ সুপার।
নাটোরে জেলার বিভিন্ন থানা ও আইসিতে কর্মরত ২১ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest