ঢাকা ২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯
খোঁজখবর নিয়ে এমনটিই জানাগেছে।আর এই মাদকের রমরমা ব্যবসা নিয়ন্ত্রিত হচ্ছে খোদ বানারীপাড়া থানার কয়েকশত গজের মধ্যে পৌর শহরের ১নং ওয়ার্ডে। বানারীপাড়া-চাখার আঞ্চলিক সড়ক হয়ে পৌর শহরের ১নং ওয়ার্ডের (পুর্ব দিকে যেতে) শেষ সীমানা পর্যন্ত চলছে সর্বনাশা এ মাদকের বিকিকিনি। এছাড়াও সলিয়াবাকপুর ও রায়েরহাট এলাকা সহ পৌর শহরের বিভিন্ন স্থানে মাদকের বিকিকিনি হয়। গ্রেফতার এড়াতে বেশিরভাগ সময় মুঠোফোনে বিকিকিনি হয় এসব মাদক। কল পেয়ে বিকাশের মাধ্যমে লেনদেনের মাধ্যমে মাদক ব্যবসায়ীরা নির্দিষ্ট স্থানে পৌঁছে দেন মাদক। অনেক সময় রিক্সাওয়ালাদেরকেও মাদক সরবরাহে ব্যবহার করা হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান,পৌর শহরের ১ নং ওয়ার্ডের মো. খাদেম হোসেনের স্ব-মিলে যাওয়ার রাস্তা হয়ে বাড়ির ভিতরের রাস্তা,মজিবর চেয়ারম্যান বাড়ির ব্রিজ হয়ে মহিষাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তা,খালাসী বাড়ি যেতে ব্যবহৃত রাস্তা এবং কিছু ক্ষেত্রে রিক্সার ড্রাইভারদের ব্যবহার করাসহ পথচারী সেজে মাদক ব্যবসায়ীরা তাদের কারবার চালিয়ে যাচ্ছে বীরদর্পে। বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে মোটরসাইকেল। এই চক্রটিই উপজেলার মাদক ব্যবসা নিয়ন্ত্রন করছে এমনও তথ্য উঠে এসেছে অনুসন্ধানে।মাদক কেনা বেচায় বেশির ভাগ সময়ই বিকাশ নম্বর ব্যবহার করা হচ্ছে । দিনদিন মাদক ব্যবসায়ীদের ও সেবনকারিদের সাথে যুক্ত হচ্ছে নতুন নতুন সদস্য। ফলে পরিবারের একজন সদসস্যের কারণে বিপদের দিকে ধাবিত হচ্ছে পুরো একটি পরিবার। মাদকসেবী ও ব্যবসায়ীদের পরিবারের বিরাজ করছে চরম অশান্তি ও অস্থিরতা। এদিকে জানাগেছে মাদক ব্যবসায়ী সম্রাট আগে বানারীপাড়া-চাখার সড়কে রিক্সা চালাতো। পুরনো পেশা ছেড়ে দিয়ে ল্যাংড়া সোহেলের মাদক এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিয়ে আসাই তার কাজ। সম্রাটের পিতা মালেক বন্দর বাজার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ঝাঁলমুড়ি বিক্রি করতো সাম্প্রতিক সময়ে তাকে এ এলাকায় দেখা যাচ্ছে না। মাদক ব্যবসায়ীদের রয়েছে প্রভাবশালী শেল্টারদাতা। তাদের ভয়ে এলাকাবাসী সহ সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না ।স্থানীয়রা জানান চোখের সামনে দেখছি মাদকের ব্যবসা । অথচ কিছু বলতে পারছিনা উল্টো হয়রানীর ভয়ে। বানারীপাড়া থানার ওসি খলিলুর রহমান জানান শীর্ষ মাদক ব্যবসায়ী ল্যাংড়া সোহেল শিয়ালের মতো ধূর্ত সে গ্রেফতার এড়াতে ভিন্ন যায়গায় আশ্রয় নেয়। স্থানীয় এম পি. মোঃ শাহ আলম তালুকদার ও সংরক্ষিত মহিলা আসনের এম পি. সৈয়দা রুবিনা আক্তার মীরা মাদকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। বানারীপাড়া বাসির দাবি যত তারাতারি সম্ভব মাদকে নির্মুল করতে হবে ছাত্র ও যুব সমাজকে এই ভয়াবহ করাল গ্রাস থেকে বাঁচাতে হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST