শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃবরিশালে অভিযান চালিয়ে এক ট্রলার ভর্তি গলদা চিংড়ির পিএল জব্দ করেছে কোস্টগার্ড ও বরিশাল মৎস্য অধিদপ্তর। আজ ২৯ মে সকালের দিকে শ্রীপুর এলাকার কালাবদর নদীতে একটি ট্রলারে ২৮ ড্রাম ভর্তি ৭ লাখ চিংড়ির পোনা জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ টাকা। পরে মেবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভুমি বরিশাল সদর মোঃ মেহেদী হাসান। কোস্টগার্ড সদস্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে যৌথ অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ২৮ ড্রাম ভর্তি ৭ লাখের অধিক গলদা চিংড়ির পোনা জব্দ করা হয়। এসময় গলদা চিংড়ি পরিবহন ও পাচার কাজে জড়িত থাকার অপরাধে কাউকে গ্রেফতার করা যায়নি এসময় পাচার কাজে ব্যবহৃত ট্রলারটি সহ ড্রাম ভর্তি চিংড়ির পিএল জব্দ করে কোস্টগার্ড। এসময় ড্রামভর্তি গলদা চিংড়ির পিএল বরিশাল ডিসিঘাট কীর্তনখোলা নদীতে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল মোঃ আবু সাঈদ, মৎস্য কর্মকর্তা ইলিশ বরিশাল বিমল চন্দ্র দাস। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন কোস্টগার্ড এর সদস্যরা। এই অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।