দৈনিক সৃজনী পত্রিকার এক বছর পূর্তি পালন

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মে ৩০, ২০২০

দৈনিক সৃজনী পত্রিকার এক বছর পূর্তি পালন
চৌধুরী নুপুর নাহার তাজ বিশেষ প্রতিনিধি, দিনাজপুর
দিনাজপুর দৈনিক সৃজনী পত্রিকার অফিসে আলোচনা সভা শেষে কেক কেটে পত্রিকার এক বছর প্রতিষ্ঠা বার্ষিকী পালন হল। গতকাল সন্ধ্যা ৭টায় দিনাজপুর নিমতলার দৈনিক সৃজনীর পত্রিকার অফিসে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান জেলা শাখার সভাপতি ও দৈনিক সৃজনী পত্রিকার সম্পাদক মণ্ডলীর সভাপতি সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সময় টিভির জেলা প্রতিনিধি গোলাম নবী দুলাল পত্রিকার এক বৎসর প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটলেন। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি গোলাম নবী দুলাল বলেন গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করতে হলে পত্রিকার ভূমিকা অপরিসীম। পত্রিকাটি তার বাস্তবমুখী ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সকলের কাছে গ্রহণযোগ্যতা আদায় করে নিয়েছে। আমি এই পত্রিকার ভবিষ্যতের সাফল্য কামনা করি। আলোচনা সভায় দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক স্বরূপ বকসী বাচ্চু স্বাগত বক্তব্যে বলেন আমরা অনেক পরিশ্রম, ত্যাগ-তিতিক্ষাকে সমুন্নত রেখে বস্তুনিষ্ঠ ও সৃজনশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। করোনা ভাইরাসের পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিদিন এক নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করে গ্রাহকের আস্থা অর্জন করেছি। সেজন্য পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, বার্তা সম্পাদক, স্টাফ রিপোর্টার এবং ১৩টি উপজেলার প্রতিনিধি ও সৃজনীর পরিবারকে সহযোগিতা করার জন্য সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে সকলের সুস্বাস্থ্য রক্ষার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ অতিথি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক আমার সময় পত্রিকার জেলা প্রতিনিধি রতন সিং শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা সম্পাদক মমিনুল হাসান মমিন, বার্তা সম্পাদক আসলামুর রহমান মাহাবুব, ভোরের কাগজের জেলা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক কৌশিক বোস, মশিউর রহমান চয়ন, সৃজনী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার রাজু বিশ্বাস ও রিপোর্টার মোঃ সাদেক, সুকুমার রায়, সুদীপ বকসী এবং অফিস সহকারি অরবিন্দু রায় সহ সৃজনী পরিবারের সকল সদস্য গণ।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest