ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৯
আবু মুসা নাটোর থেকেঃ পেয়াজর সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে নাটোরে পুলিশি নিরাপত্তায় টিসিবি’র পেয়াজ বিক্রি শুরু হয়েছে। আজ সোমবার দুপুরে কালেক্টরেট ভবন চত্বরে একটি ট্রাকে করে এই পেয়াজ বিক্রি শুরু করা হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বিপনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রতি কজি ৪৫ টাকা দরে পেয়াজ নিতে নারী-পুরুষ নির্বিশেষে ভীড় জমাতে দেখা গেছে। লাইন দিয়ে পেয়াজ কিনতে হিমশিম খেলেও সরকারের এই উদ্যাোগকে সাধুবাদ জানিয়েছে ক্রেতারা। উদ্বোধন কালে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টিসিবি’র পেয়াজ ডিলার মানিক সাহা জানান, আজ সোমবার নাটোর কালেক্টরেট ভবন চত্বর থেকে মোট ২ টন (২ হাজার কেজি) পেয়াজ বিক্রি করা হচ্ছে। এরপর টিসিবি কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তি বিক্রয় কার্যক্রমের ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST