হিলিতে প্রতিদিনই বাড়ছে পিয়াজের দাম

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯

হিলি (দিনাজপুর) প্রতিনিধি আমদানি বন্ধ থাকায় গত দুই মাসের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পিয়াজের দাম কেজিতে বেড়েছে ১২০-১৩০ টাকা। ফলে বর্তমানে হিলি স্থলবন্দরের হাট-বাজারে পিয়াজ মানভেদে খুচরা বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে গত এক সপ্তাহ ধরে বাজারে দাম কেজিতে কমে বিক্রি হচ্ছিল ১৩০-১৪০ টাকায়। কিন্তু গত শুক্রবার থেকে আবারও বেড়ে ১৯০-২১০ টাকায় বিক্রি হওয়ায় নতুন করে অস্থির হয়ে উঠেছে পিয়াজের বাজার। এদিকে পাতাসহ দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকার মধ্যে। গতকাল স্থানীয় হাট-বাজার ঘুরে এই তথ্য পাওয়া গেছে। হিলি স্থলবন্দরের ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, গত সেপ্টেম্বর প্রতিকেজি পিয়াজ বিক্রি হয়েছে ৫০ টাকার নিচে। কিন্তু অভ্যন্তরীণ সংকট দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে পিয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত। এরপর থেকে হু হু করে বাড়তে থাকে ভারতীয়সহ দেশিয় পিয়াজের দাম। ভোক্তারা বলছেন, মিয়ানমার সহ অন্যান্য দেশের পিয়াজ এই অঞ্চলে সরবরাহ না থাকায় ভারতীয় ও দেশিয় পিয়াজের উপর নির্ভরশীল থাকতে হয়। তাই দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপই ফলপ্রসু হচ্ছে না। একারণে বেশি দাম দিয়ে পিয়াজ কিনতে হচ্ছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest