ঢাকা ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২০
শফিকুল ইসলাম শামীম উজিরপুর প্রতিনিধি ঃ বরিশাল ২ আসনের সংসদ সদস্য মো: শাহে আলম আজ প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে ৫ জন অসহায় পরিবারের মাঝে ১ লক্ষ ৯০ হাজার টাকার অনুদানের চেক এবং ধর্ম মন্ত্রনালয়ের মাধ্যমে উপজেলার ১০ টি মসজিদ ও ২ টি মন্দিরের জন্য ১০ হাজার করে ১ লক্ষ ২০ হাজার চেক বিতরন করেন । ৩১ মে শনিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাসের সভাপতিত্বে তার কার্যালয়ে চেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো: গিয়াস উদ্দিন বেপারী , উপজেলা আওয়ামীমীলীগের সভাপতি এস এম জামাল হোসেন , জেলা পরিষদ সদস্য মো: আওরঙ্গজেব হাওলাদার ।আরো উপস্থিত ছিলেন উজিরপুর বাজার কমিটির সভাপতি সামসুল হক সিকদার,সম্পাদক ইকবাল হোসেন বালী,ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন,ইউসুফ হোসেন সহ অনেকে ।১০ হাজার করে টাকার চেক পেলেন মাদার্শী ডাকুয়া বাড়ী জামে মসজিদ,সাতলা দফাদার বাড়ী জামে মসজিদ,জুম্মা বাড়ী জামে মসজিদ,চথল বাড়ী হাট জামে মসজিদ,দ: কালিহাতা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদ,হাবিবপুর মা:বিদ্যালয় সংলগ্ন জামে মসজিদ,মুন্ডপাশা মিরা বাড়ী জামে মসজিদ, দ: হারতা বাইতুল মামুর জামে মসজিদ, আটিপাড়া কেন্দীয় জামে মসজিদ,এবং দ: শিকারপুর মনসা মন্দির,নারায়নপু শ্রী শ্রী লোকনাথ মন্দির । ৫০ হাজার করে মালেক হাওলাদার ও সাহে অলম হাওলাদার এবং ৩০ হাজার করে সংকর দাস,শারমিন বেগম,আফরোজা বেগম পেয়েছেন ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST