কাঠালিয়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৯ জন

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

কাঠালিয়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৯ জন
মো: সাকিবুজ্জামান সবুর কাঠালিয়া (ঝালকাঠি)  প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৯ জন। এর মধ্যে কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩ জন, কাঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ৩ জন, আওরাবুনিয়া মডেল উচ্চ বিদ্যালয়ে ২ জন, আমুয়া বন্দর আমির মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ে ২ জন, আমুয়া চালতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১ জন, আমুয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ২ জন, বানাই মাধ্যমিক বিদ্যালয়ে ১ জন, বিল ছোনাউটা তোতামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১ জন, উত্তর ছিটকী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে ১ জন, শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১ জন, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ২ জনে জিপিএ-৫ পেয়েছে। তবে দাখিল পরীক্ষায় এ উপজেলায় কোন জিপিএ-৫ পায়নি। এবারের এসএসসি পরীক্ষায় উপজেলার ৩টি কেন্দ্র থেকে ১৯৩৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এতে পাস করেছে ১২০৪ জন এবং অকৃতকার্য হয়েছে ৭৩২ পরীক্ষার্থী। # কাঠালিয়ায় নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শতভাগ পাস কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি: এবারের এসএসসি পরীক্ষায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় শতভাগ পাস করেছে। এ বিদ্যালয় থেকে ১৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৯ জনই উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ১০০%। প্রধান শিক্ষক অনিল কৃষ্ণ তালুকদার জানান, বিদ্যালয়ের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী হওয়ায় ফলাফল ভালো হয়েছে। তিনি আরো বলেন, আমাদের বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতিসহ সকল সদস্য, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীরা এ ফলাফলে খুবই খুশি।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest