আবু মুসা স্টাফ রিপোর্টারঃ নাটোরের বড়াইগ্রামের জামাইদিঘা এলাকায় বাড়ীর পাশে পুকুরে ভাসমান অবস্থায় মোঃ মুস্তাকিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর একটার দিকে ভাসতে দেখে স্বজনরা এসে মরা দেহ উদ্ধার করেন। নিহত শাকিল আহম্মেদ উপজেলার জামাইদিঘা গ্রামের শরিফুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে মুস্তাকিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুর একটার দিকে প্রতিবেশীরা বাড়ীর পাশের পুকুরে একটি মরা দেহ ভাসতে দেখে মুস্তাকিমের স্বজনদের খবর দেন। খবর পেয়ে স্বজনেরা এসে মরা দেহ উদ্ধার এবং সনাক্ত করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।