হাওরের বাঁধ নির্মাণ ও পিআইসি গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:২৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯

হাওরের বাঁধ নির্মাণ ও পিআইসি গঠনে  মতবিনিময় সভা অনুষ্ঠিত

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও পিআইসি গঠনসহ হাওরের বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী। পানি উন্নয়ন বোর্ড উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন এর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার, উপ সহকারী কমিশনার ভূমি মুনতাসির হাসান পলাশ। সভায় বিভিন্ন মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস ছোবহান আখঞ্জী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী মুর্তজা, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন, উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম। সভায় বক্তারা হাওরের পিআইসি গঠনে স্বচ্ছতা ও জবাবদিহিতা সহ বাঁধ নির্মাণ কাজ সঠিকভাবে করার লক্ষ্যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বীদের পিআইসি করার সিদ্ধান্ত নেওয়া হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest