বরিশালে নারী ও শিশু ধর্ষণ এবং সকল যৌন সহিংসতার প্রতিবাদে অনশন

প্রকাশিত: ৬:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯

বরিশালে নারী ও শিশু ধর্ষণ এবং সকল যৌন সহিংসতার প্রতিবাদে অনশন

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস উপলক্ষে বরিশাল নগরীতে নারী ও শিশুর ওপর ধর্ষণ এবং সকল যৌন সহিংসতার বিরুদ্ধে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার ২৫ নভেম্বর বরিশাল নগরীতে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নগরীর অশ্বিনী কুমার হলের সম্মুখে দুর্বার নেটওয়ার্ক, আভাস, এসইউভিও, বিএমকেএস, পউষ, এলটিএন, অঙ্গিকার, বাসাস, তারুণ্যের-প্লাটফর্ম, নারীপক্ষ, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আয়োজনে এই কর্মসুচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মহিলা পরিষদ’র সভানেত্রী রাবেয়া খাতুন, বাংলাদেশ মহিলা পরিষদ’র সাধারণ সম্পাদিকা পুস্পা রাণী চক্রবর্তী, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’র চেয়ারপার্সন প্রফেসর শাহ শাজেদা, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, বিএমকেএস’র পরিচালক কাওছার পারভীন, দুর্বার নেটওয়ার্কের সভানেত্রী হাছিনা বেগম নীলা এবং মানবাধিকার জোটের সভাপতি ডা. হাবিবুর রহমান প্রমুখ। এ ছাড়াও অসংখ্য নারী পুরুষ প্রতীকী অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিকেলে প্রফেসর শাহ শাজেদা প্রতীকী অনশনে অংশগ্রহণকারীদের পানিয় পান করিয়ে প্রতীকী অনশন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।’


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest