নাটোরের লালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-(৫) ১৩৩ জন

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

নাটোরের লালপুরে এসএসসি ও সমমান পরীক্ষায়  জিপিএ-(৫) ১৩৩ জন

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি ।।

নাটোরের লালপুরে এসএসসি ও সমান পরীক্ষা ২০২০ এ জিপিএ-৫ পেয়েছে ১৩৩ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণে ১২২ জন, কারিগরি শাখায় ১০ জন এবং মাদ্রাসায় ১জন। রোববার প্রকাশিত ফলাফল হতে জানা যায়, লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ে ২৫ জন, কারিগরি শাখা ৩, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে সাধারণ ১৩ ও কারিগরি শাখা ৬,বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫, নর্থ বেঙ্গল সুগার হাই স্কুল ১৩, বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ১২, মাঝগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৮, রামকৃষ্ণপুর মনিহারপুর উচ্চ বিদ্যালয়ে ৭ জন, কলসনগর উচ্চ বিদ্যালয়ে ৬, মোহরকয়া উচ্চ বিদ্যালয়ে ও চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে ৫ জন করে, কচুয়া উচ্চ বিদ্যালয়ে ৪,মঞ্জিল পুকুর উচ্চ বিদ্যালয়ে সাধারণ ৩ ও কারিগরি শাখা ১, ভেল্লাবাড়ীয়া আব্দুল ওয়াহেদ উচ্চ বিদ্যালয়ে ২ জন, ঢুষপাড়া উচ্চ বিদ্যালয়ে ও দাঁইড়পাড়া উচ্চ বিদ্যালয়ে ১ জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেযয়েছে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে বালিতিতা আশরাফুল উলুম ফাজিল মাদ্রাসা ২৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে শতভাগ পাসসহ একজন জিপিএ ৫ পেয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest